শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস?

ব্লগার এবং ওয়ার্ডপ্রেস দুইটি একে অপর থেকে ভিন্ন দুটি ব্লগ তৈরীর প্লাটফর্ম । এইগুলোর মাধ্যমে আপনি আপনার একটি নিজস্ব ফ্রী ব্লগ তৈরী করতে পারবেন । এখন আমি কেন ব্লগ করার জন্য ব্লগার প্লাটফর্ম পছন্দ করলাম তা বলছি ।  আমি মূলত একজন সাধারন ব্লগার এবং আমি সব কিছু খুব সাধারণভাবে
পছন্দ করি । ব্লগার প্লাটফর্মের ব্লগগুলো যেভাবে সহজভাবে তৈরী করা যায় তেমনি সহজভাবে এটি ব্যবহার করা যায় । এবং এটি দিয়ে আপনি ইচ্ছেমত আপনার পছন্দনুযায়ী প্লাগইন যোগ করতে পারবে । এর পেজ এডিট করতে আপনার কোন এইচ.টি.এম.এল. এর জ্ঞান প্রয়োজন হবে না ।

শুক্রবার, ১২ নভেম্বর, ২০১০

ব্লগ কি আর আমরা কেন ব্লগিং করি?

ব্লগ কি? 
ব্লগ হল আপনার মতামত আপনার একান্ত চিন্তা ভাবনা ইত্যাদি ইন্টারনেটে প্রকাশ করা । এই জিনিসটা অনেকটা ডায়েরী লিখার মত । অনেকে এটাকে ইন্টারনেট খেরোখাতা বলে । অনেক ওয়েবসাইট এই সেবাটি ফ্রীতে প্রদান করে । এগুলোর মধ্যে ব্লগার, ওয়ার্ডপ্রেস ও টাইপেড অন্যতম । আমি এইগুলোর মধ্যে ব্লগার কেই বেশি পছন্দ করি । কেন করি তা অন্য একটি পোস্টে বিশদভাবে লিখব । পোস্টটি এখানে দেওয়া হল : ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস?